Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to the information portal of Upazila Cooperative Office, Tungipara, Gopalganj.


কী সেবা কীভাবে পাবেন

 

যেসকল সেবা পাবেনঃ

 

উপজেলা সমবায় কর্মকর্তার দপ্তর থেকে নিম্নোক্ত সেবাসমূহ প্রদান করা হয়ঃ

 

     ক) অত্র দপ্তরের মাধ্যমে নির্দিষ্ট নীতিমালার আলোকে সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান করা হয়৷

     খ)  নিবন্ধিত সমবায় সমিতির অর্থনৈতিক কর্মকান্ড নির্দিষ্ট কর্মকর্তা কর্তৃক বিধি মোতাবেক অডিট সম্পন্ন হয়ে থাকে৷

     গ)  নিবন্ধিত সমবায় সমিতির সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানসহ সমবায় বাংকের মাধ্যমে ঋণ প্রদান ও আদায়ের ব্যবস্থা গ্রহণ করে থাকে৷

     ঘ) সমাজ জীবনের সবক্ষেত্রে সমবায়ের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধকরতঃ দারিদ্র বিমোচনে সহায়ক ভূমিকা পালন করে থাকে৷

     ঙ)  আন্তজার্তিক, জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলা উত্যাপনের মাধ্যমে সমবায় ভিত্তিক জনসচেতনতাসহ প্রচার ও প্রকাশনা পরিচালনা সম্পন্ন করে থাকে৷

     চ) নিবন্ধিত সমবায় সমিতির নির্বাচন, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান যেকোন ধরণের সমবায় সম্পর্কীয় বিরোধ মীমাংসাসহ সমিতি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে৷ এছাড়া উপজেলার বিভিন্ন ধরণের তথ্য সরবরাহ করা হয়ে থাকে৷

 

৪৷সেবা  প্রদানের ধারাঃ   সমবায় আইন ২০০১ এবং সমবায় বিধিমালা ২০০৪ এর আলোকে সমবায় ভিত্তিক যাবতীয় সেবাসমূহ প্রদান করা হয়ে থাকে৷